রায়হান - কুমিল্লা
৬২৭৮. Question
গতকাল আমি যোহরের তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়ে ফেলি। এক্ষেত্রে কি আমার উপর সিজদা সাহু ওয়াজিব হবে? আমি সিজদা সাহু করিনি, তো আমার নামাযের কী হুকুম?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায আদায় হয়ে গেছে। এক্ষেত্রে সিজদা সাহু না করে ঠিকই করেছেন। কেননা ফরয নামাযের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতেহার সাথে সূরা মিলালে সিজদা সাহু ওয়াজিব হয় না। তবে ফরয নামাযের তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা না মিলানো সুন্নত। হযরত আবু কাতাদাহ রা. থেকে বর্ণিত তিনি বলেন Ñ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ.
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা এবং সাথে আরো দুটি সূরা পড়তেন। আর শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়তেন। (সহীহ বুখারী, হাদীস ৭৭৬)
তাই এসব রাকাতে ইচ্ছাকৃত সূরা মিলানো থেকে বিরত থাকতে হবে।
Ñআলমুহীতুর রাযাবী ১/৩২১; আলমুহীতুল বুরহানী ২/৩১৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯২; রদ্দুল মুহতার ১/৪৫৯