Rabiul Awal 1445 || October 2023

আলীমুর রহমান - যশোর

৬২৭৬. Question

গত শুক্রবার ফজরের নামাযের জন্য যখন মসজিদে প্রবেশ করি, তখন ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করছিলেন। আমি নামাযে শরীক হওয়ার আগেই ইমাম সাহেব তিলাওয়াতের সিজদা আদায় করে ফেলেন। ইমাম সাহেব সিজদায়ে তিলাওয়াত থেকে ওঠার পর রুকুর আগে আমি নামাযে শরীক হই। মুহতারামের নিকট জানার বিষয় হল, এখন কি আমাকে এ তিলাওয়াতের সিজদাটি আদায় করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে রাকাতে সিজদায়ে তিলাওয়াত করা হয়েছে আপনি যেহেতু সে রাকাতের রুকু পেয়েছেন তাই এর দ্বারা আপনার সিজদায়ে তিলাওয়াতও আদায় হয়েছে বলে ধর্তব্য হবেপরবর্তীতে আপনাকে তা আর আদায় করতে হবে না।

Ñকিতাবুল আছল ১/২৭৯; বাদায়েউস সানায়ে ১/৪৩৮; ফাতহুল কাদীর ১/৪৬৯; আননাহরুল ফায়েক ১/৩৪০; রদ্দুল মুহতার ২/১১০

Read more Question/Answer of this issue