Rabiul Awal 1445 || October 2023

তারিকুল ইসলাম - মাদারীপুর

৬২৭৪. Question

একটি আকস্মিক দুর্ঘটনায় আমার পায়ে জখম হয়ে যায়। কিছুদিন ব্যান্ডেজ বেঁধে রাখার পর ব্যান্ডেজ খোলা হয়েছে। ঘা যেহেতু এখনো শুকায়নি তাই সেখানে পানি লাগানো যাচ্ছে না। আমার এই জখমটি হয়েছে পায়ের পাতার উপরের অংশে। তাই পায়ের তলায় পানি ব্যবহার করতে চাইলে করা যাবে। এক্ষেত্রে ওযু করার সময় আমার উপর কি পায়ের তলা ধৌত করা জরুরি, নাকি তাও মাসাহ করে নিলে চলবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু পায়ের তলায় পানি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা নেই, তাই ওযুতে পা ধোয়ার সময় পায়ের তলা পানি দ্বারা ধোয়া জরুরি; মাসেহ করলে হবে না। অবশ্য এক্ষেত্রে কখনো পায়ের তলায় পানি ব্যবহার করলে যদি যখমের ক্ষতির আশঙ্কা হয়, তাহলে তখন ঐ অংশও পানি দ্বারা না ধুয়ে মাসাহ করা যাবে।

Ñআলমুহীতুল বুরহানী ১/৩৬২; আলমুহীতুর রাযাবী ১/১৮৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪২৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৫; আদ্দুররুর মুখতার ১/২৮০

Read more Question/Answer of this issue