Rabiul Awal 1445 || October 2023

কামরুজ্জামান - ঢাকা

৬২৭৩. Question

আমাদের হোস্টেলে ছারপোকার উপদ্রব অনেক বেশি। একদিন ফজরের সময় একটি জামা পরে নামায পড়ি। সকালে দেখলাম তাতে বিভিন্ন জায়গায় ছারপোকার রক্ত লেগে আছে। রক্তমাখা জামা পরে কি আমার ফজরের নামায শুদ্ধ হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

ছারপোকার রক্ত নাপাক নয়। কেননা তা প্রবাহিত রক্ত নয়। সুতরাং ঐ জামা পরে আপনার নামায আদায় হয়ে গেছে। অবশ্য নাপাক না হলেও যেহেতু তা ময়লা, তাই নামাযের আগে সম্ভব হলে  ধুয়ে নেওয়া ভালো।

Ñকিতাবুল আছল ১/৫৪; আলমাবসূত, সারাখসী ১/৮৬; বাদায়েউস সানায়ে ১/১৯৫; আলমুহীতুল বুরহানী ১/৩৬৭; রদ্দুল মুহতার ১/৩২০

Read more Question/Answer of this issue