মুতাসিম বিল্লাহ - যশোর
৬২৭২. Question
আমার নানা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। একা চলাফেরা করতে পারেন না। তার পক্ষে নিজে নিজে ওযু করা সম্ভব নয়। কিন্তু পানি ব্যবহারে তার সমস্যা নেই। হুজুরের নিকট জানার বিষয় হল, এখন কি তিনি তায়াম্মুম করে নামায পড়তে পারবেন?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নানাকে যদি ওযু করিয়ে দেওয়ার মতো কোনো লোক থাকে তাহলে তার জন্য লোকের সাহায্যে ওযু করাই জরুরি। এক্ষেত্রে তায়াম্মুম করা যাবে না। কিন্তু যদি তাকে ওযু করিয়ে দেওয়ার মতো কোনো লোকের ব্যবস্থা না থাকে তাহলে তিনি তায়াম্মুম করতে পারবেন।
আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৫; আলমাবসূত, সারাখসী ১/১১২; বাদায়েউস সানায়ে ১/১৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮; রদ্দুল মুহতার ১/২৩৩