Safar 1445 || September 2023

নেয়ামাতুল্লাহ হাসান - ইবি, কুষ্টিয়া

৬২৬৫. Question

এক ব্যক্তি তামাত্তু হজ্বের উদ্দেশ্যে উমরার ইহরাম বাঁধার পর ভিসা জটিলতার কারণে ইমিগ্রেশন থেকে ফিরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হয়েছে যে, সে এ বছর আর হজে¦ যেতে পারছে না।

মুহতারাম হযরতের নিকট জানার বিষয় হল, এ ব্যক্তি কীভাবে ইহরাম থেকে মুক্ত হবে?

Answer

বাস্তবেই যদি লোকটি এ বছর হজ্বে যেতে পারবে না বলে নিশ্চিত হয়ে যায়, তাহলে ইহরাম থেকে হালাল হওয়ার জন্য তাকে হেরেমের এলাকায় কারও মাধ্যমে হলেও (কুরবানী উপযুক্ত) একটি ছাগল বা ভেড়া কিংবা দুম্বা যবেহ করার ব্যবস্থা করতে হবে; হেরেমের বাইরে তা যবেহ করলে হবে না। হেরেমের ভেতর পশুটির যবাই সম্পন্ন হওয়ার পর এর দ্বারাই তিনি ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। এক্ষেত্রে মাথা মুণ্ডানো বা চুল ছোট করা জরুরি নয়। তবে তা উত্তম। কিন্তু যবাই সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তিনি ইহরামের হুকুমে থাকবেন। তাই এর আগ পর্যন্ত ইহরাম অবস্থায় নিষিদ্ধ যাবতীয় কাজ থেকে বিরত থাকা জরুরি। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে উমরা সম্পন্ন করার আগে ইহরাম ত্যাগ করার কারণে পরবর্তীতে একটি উমরা কাযা করা তার উপর আবশ্যক। আর লোকটি যদি ফরয হজ্ব পূর্বে আদায় না করে থাকে তাহলে তো তা আদায় করতেই হবে।

-আলমাবসূত, সারাখসী ৪/১০৯, ১১০; ফাতাওয়া খানিয়া ১/৩০৫; আলমুহীতুর রাযাবী ২/২২৭; আলমুহীতুল বুরহানী ৩/৪৬৫; রদ্দুল মুহতার ২/৫৯৩

Read more Question/Answer of this issue