সাজ্জাদ হুসাইন - সৌদি প্রবাসি
৬২৬৩. Question
আমি একজন সৌদি প্রবাসি। আমার স্ত্রী-সন্তান সবাই বাংলাদেশেই থাকে। বহুদিন ধরে একটি মাসআলা নিয়ে সংশয়ে আছি। অনেকের কাছে জিজ্ঞেস করেও সঠিক সমাধান পাইনি। তাই পরিশেষে আপনাদের শরণাপন্ন হলাম। মাসআলাটি হল, আমি জানি, যেহেতু আমি সৌদিতে আছি, তাই আমার সদাকাতুল ফিতর সৌদির মূল্যে আদায় করতে হবে।
কিন্তু প্রশ্ন হল, আমার ছোট ছেলের সদাকাতুল ফিতর আমি কোন্ মূল্যে আদায় করব? সৌদির মূল্যে, না বাংলাদেশী মূল্যে? আশা করি মাসআলাটি জানাবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ছেলের সদকায়ে ফিতর সৌদির মূল্যেই আদায় করতে হবে। কেননা যার ওপর সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয় সে যে স্থানে থাকে তার অধীনস্থ নাবালেগ সন্তানদের সদাকাতুল ফিতরও সে স্থানের মূল্য হিসেবেই আদায় করতে হয়। সুতরাং সন্তানরা বাংলাদেশে থাকলেও আপনি যেহেতু সৌদি থাকেন, তাই আপনার অবস্থানস্থল হিসেবেই সদাকাতুল ফিতর আদায় করতে হবে।
-আলমাবসূত, সারাখসী ৩/১০৬; আলহাবিল কুদসী ১/৩০২; বাদায়েউস সানায়ে ২/২০৮; তাবয়ীনুল হাকায়েক ২/১৩১; রদ্দুল মুহতার ২/৩৫৫