Safar 1445 || September 2023

ফাহীম - কুমিল্লা

৬২৬২. Question

আমাদের দেশে জানাযার খাটিয়া বহন করার সময় চার খুঁটি দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার একটা প্রথা আছে।

জানার বিষয় হল, শরীয়তে জানাযার খাটিয়া বহন করার সময় চার খুঁটির প্রত্যেকটি ধরা এবং একেকটি খুুঁটি ধরে দশ কদম করে হাঁটার গুরুত্ব কতটুকু? জানালে উপকৃত হব।

Answer

জানাযার খাটিয়া বহন করার সময় ধারাবাহিকভাবে খাটিয়ার চার দিক ধরে বহন করা মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

إذَا كَانَ أَحَدُكُمْ فِي جِنَازَةٍ فَلْيَحْمِلْ بِجَوَانِبِ السَّرِيرِ كُلِّهِ، فَإِنَّهُ مِنَ السُّنَّةِ، ثم لِيَتَطَوَّعَ، أَو لِيَدَعَ.

অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যখন জানাযার সাথে থাকে, সে যেন (ধারাবাহিকভাবে) খাটিয়ার চার দিক ধরে তা বহন করে। কারণ এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১১৩৯৭)

অনুরূপভাবে তাবেয়ী আলী আলআযদী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

رَأَيْتُ ابْنَ عُمَرَ فِي جِنَازَةٍ حَمَلَ بِجَوَانِبِ السَّرِيرِ الْأَرْبَعِ.

অর্থাৎ আমি হযরত আবদুল্লাহ ইবনে উমর রা.-কে জানাযার খাটিয়া (ধারাবাহিকভাবে) চার দিক ধরে বহন করতে দেখেছি। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৬৫২০)

আর ফকীহগণ বলেছেন, জানাযার খাটিয়া (ধারাবাহিকভাবে) চার দিক ধরে বহন করার সময় নিয়ম হল, প্রথমে খাটিয়ার বাম পাশের (মৃত ব্যক্তি হিসেবে ডান পাশের) সামনের হাতল ডান কাঁধে রাখবে। এরপর বরাবর পেছনের হাতল, তারপর ডানপাশের (মৃত ব্যক্তি হিসাবে বাম পাশের) সামনের হাতল বাম কাঁধে রাখবে। অতঃপর বরাবর পেছনের হাতল।

আর জানাযার খাটিয়া বহন করার সময় ধারাবাহিকভাবে চারদিক ধরে দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার কথা ফিকহের কোনো কোনো কিতাবে বলা হয়েছে। কিন্তু নির্ভরযোগ্য কোনো হাদীস বা আসারে এ পদ্ধতিতে জানাযার খাটিয়া বহন করার কথা পাওয়া যায় না এবং মাযহাবের ইমামগণও জানাযার খাটিয়া বহন করার ক্ষেত্রে শুধু ওপরে বর্ণিত পদ্ধতির কথাই বলেছেন। দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার কথা বলেননি। তাই দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটাকে মুস্তাহাব আমল মনে করা যাবে না।

-আলজামিউস সাগীর, পৃ. ১১৭; আলমাবসূত, সারাখসী ২/৫৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১৬৬; তুহফাতুল ফুকাহা ১/২৪৪

Read more Question/Answer of this issue