Safar 1445 || September 2023

রাশেদ - ফেনী

৬২৬১. Question

জানাযার নামাযে গেলে দেখা যায়, কেউ কেউ জানাযার সব তাকবীরেই হাত উঠান। আবার অনেকে শুধু প্রথম তাকবীরেই হাত উঠান।

জানার বিষয় হল, জানাযার নামাযে সব তাকবীরের সময় হাত ওঠাবে, নাকি শুধু প্রথম তাকবীরের সময় হাত ওঠাবে?

 

Answer

জানাযার নামাযে শুধু প্রথম তাকবীরেই হাত ওঠাবে। বাকি তাকবীরগুলোতে হাত ওঠাবে না। ওলীদ ইবনে আবদুল্লাহ যুহরী রাহ. বলেন-

رأيت إبراهيم النَّخعِيّ صلى على الْجِنَازَة، فَكبر عَلَيْهَا أربعا، رفع يَدَيْهِ فِي التَّكْبِيرَة الأولى، وَلم يرفعهما فِيمَا سوى ذلِك.

আমি ইবরাহীম নাখায়ী রাহ.-কে দেখেছি, তিনি যখন জানাযার নামায পড়তেন তখন চার তাকবীর বলতেন। প্রথম তাকবীরে হাত ওঠাতেন। এ ছাড়া বাকি তাকবীরগুলোতে হাত ওঠাতেন না। (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/২৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫০৪)

-আলমাবসূত, সারাখসী ২/৬৪; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া খানিয়া ১/১৯২; শরহুল মুনইয়াহ, পৃ. ৫৮৮

Read more Question/Answer of this issue