Safar 1445 || September 2023

মুহাম্মাদ মাছুম বিল্লাহ - সিলেট

৬২৫৬. Question

একবার আমি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কাজে (পুনর্বাসন প্রকল্পে) চার জনের একটি কাফেলার সঙ্গে সিলেটের সুনামগঞ্জ জেলায় সফর করি। আমরা প্রথমে তাহিরপুর থানার একটি গ্রামে ১৯ দিন অবস্থান করি। এরপর তাহিরপুর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত জামালগঞ্জ থানায় যাই এবং সেখানে ১০ দিন অবস্থান করি। এরপর ঢাকায় ফিরে আসি। এখন আমার জানার বিষয় হল, জামালগঞ্জ থাকা অবস্থায় কি আমি মুকীম ছিলাম?

উল্লেখ্য, জামালগঞ্জ থাকা অবস্থায় আমি কসর করেছি।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি তাহিরপুর থানার উক্ত গ্রামে ১৫ দিন বা তার চেয়ে বেশি সময় থাকার নিয়ত করে অবস্থান করে থাকেন। তাহলে আপনি সেখানে মুকীম ছিলেন এবং জামালগঞ্জ যেহেতু তাহিরপুর থেকে সফরের দূরত্বে নয়, তাই আপনি জামালগঞ্জের পথে এবং জামালগঞ্জেও মুকীম ছিলেন। তাই জামালগঞ্জ থাকা অবস্থায় আপনি যেসব নামায কসর করেছেন তা আদায় হয়নি; সেগুলো কাযা করতে হবে।

-কিতাবুল আছল ১/২৩২; বাদায়েউস সানায়ে ১/২৬১; ফাতাওয়া খানিয়া ১/১৪৬; আলমুহীতুল বুরহানী ২/৩৮২

Read more Question/Answer of this issue