তাওহীদুল ইসলাম - গুলিস্তান, ঢাকা
৬২৫৫. Question
আমি একজন সরকারি কর্মকর্তা। গত সপ্তাহে সরকারি একটি কাজে ঢাকা থেকে চট্টগ্রাম যাই। সেখানে ১৫ দিন থাকার নিয়ত করায় পূর্ণ নামায পড়তে থাকি। কিন্তু আট দিন যাওয়ার পর জানতে পারি যে, আগামী দুই দিন পর আমাকে ঢাকায় চলে যেতে হবে। যেহেতু এখানে ১৫ দিন থাকার ইচ্ছা আর নেই, বরং দুই দিন পরেই চলে যেতে হবে, তাই এখন বাকি দুই দিন কসর পড়ব, না পুরো পড়ব- এ নিয়ে দ্বিধায় পড়ে যাই। এক ভাই বলল, যেহেতু আপনি এখন ১৫ দিন থাকার ইচ্ছা বাতিল করে দিয়েছেন, তাই কসর পড়বেন। তার কথায় আমি উক্ত দুই দিন কসর পড়ি।
মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, উক্ত দুই দিন কসর পড়া কি ঠিক হয়েছে? আশা করি দ্রুত জানাবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত দুই দিন কসর পড়া ঠিক হয়নি; বরং নামায পুরো পড়াই আবশ্যক ছিল। কেননা মুসাফির ব্যক্তি কোথাও ১৫ দিন বা এর বেশি থাকার নিয়তে অবস্থান করলে সে তখন সেখানে মুকীম হয়ে যায়। এরপর ১৫ দিন পূর্ণ হওয়ার আগেই সেখান থেকে চলে যাওয়ার নিয়ত করলেও সফর শুরু করার আগ পর্যন্ত সেখানে সে মুকীমই থাকে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত দুই দিন যে নামাযগুলো কসর করেছে তা কাযা পড়ে নিতে হবে।
-কিতাবুল আছল ১/২৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৮; আলমুহীতুর রাযাবী ১/৩৭৬