আহমদ জামীল - ফেনী
৬২৫১. Question
গত রমযানে একদিন তারাবীতে দ্বিতীয় রাকাতের শেষে না বসে ভুলে দাঁড়িয়ে যাই। তৃতীয় রাকাতে সিজদা করার পর মনে পড়লে সাথে আরও এক রাকাত মিলিয়ে মোট চার রাকাত আদায় করি এবং শেষে সাহু সিজদা করি।
এখন জানার বিষয় হল, উক্ত নামায সহীহ হয়েছে কি না? দয়া করে জানাবেন।
Answer
তারাবীর নামাযে প্রত্যেক দুই রাকাত শেষে বৈঠক করা ফরয। ভুলবশত কেউ দুই রাকাতের পর বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে নিয়ম হল, তৃতীয় রাকাতের সিজদা করার আগে আগে ভুলটি বুঝতে পারলে বৈঠকে ফিরে আসা এবং নামায শেষে সাহু সিজদা করা। কিন্তু এক্ষেত্রে তৃতীয় রাকাতের সিজদা করে নিলে এরপর আর বৈঠকে ফিরে আসার সুযোগ থাকে না। এবং ফরয বৈঠক ছাড়ার কারণে পূর্বের দুই রাকাত বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে তৃতীয় রাকাতের সাথে যদি আরও এক রাকাত মিলিয়ে চার রাকাত পড়ে নেয় এবং নামায শেষে সাহু সিজদা করে তাহলে পরবর্তী দুই রাকাত সহীহ বলে ধর্তব্য হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু তৃতীয় রাকাতের পর আরও এক রাকাত পড়েছেন তাই পরবর্তী দুই রাকাত তারাবীহ হিসেবে গণ্য হয়েছে এবং এক্ষেত্রে পূর্বের দুই রাকাত বাতিল গণ্য হবে। সুতরাং ঐ দিন আপনার তারাবীহ ১৮ রাকাত পড়া হয়েছে। তবে যেহেতু তারাবীর কাযা নেই তাই এখন তার কাযা করতে হবে না।
-আলমাবসূত, সারাখসী ২/১৪৭; আলমুহীতুল বুরহানী ২/২৬৩; ফাতাওয়া খানিয়া ১/২৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৮