Safar 1445 || September 2023

আশিক আমীন - নওগাঁ

৬২৪৯. Question

গত ঈদুল আযহার দিন মাগরিবের নামাযের পর আমি তাকবীরে তাশরীক না বলে সুন্নত নামায শুরু করে দিই। সুন্নতের পর তাকবীরের কথা মনে পড়লে আমি তাকবীর বলি।

আমার জানার বিষয় হল, সুন্নতের পর তাকবীর বলার দ্বারা কি আমার তাকবীরে তাশরীক আদায় হয়েছে?

Answer

না, সুন্নত নামাযের পর তাকবীরে তাশরীক বলার দ্বারা তা আদায় হয়নি। কেননা ফরয নামাযের পর অন্য নামায শুরু করে দিলে অথবা নামায পরিপন্থী কোনো কাজ করে ফেললে ওয়াজিব তাকবীরে তাশরীক আদায়ের আর সুযোগ থাকে না। অতএব তাকবীরে তাশরীক ফরয নামাযের সালাম ফেরানোর পর বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই বলবে। সামনে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

-আলমাবসূত, সারাখসী ২/৪৫; আলমুহীতুল বুরহানী ২/৫০৯; হাশিয়াতুশ শিলবী ১/৫৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২

Read more Question/Answer of this issue