Safar 1445 || September 2023

মুঈনুদ্দীন - রংপুর

৬২৪৭. Question

গতকাল আমার দুগ্ধপোষ্য ভাগিনাকে কোলে নিই। কিছুক্ষণ পর সে বমি করে দেয়। দুধ বমি আমার পাঞ্জাবিতে পড়ে। আমি টিস্যু দিয়ে মুছে ফেলি। হুজুরের কাছে প্রশ্ন হল, দুধের শিশুর বমি কি নাপাক? বিশেষত যদি তা দুর্গন্ধযুক্ত না হয়। দয়া করে জানাবেন।

Answer

দুধের শিশু দুধ গিলে ফেলার পর যদি মুখ ভরে বমি করে তাহলে তা নাপাক। বমি দুর্গন্ধযুক্ত হোক বা না হোক- তা শরীর বা কাপড়ে লাগলে পানি দ্বারা ঐ অংশ ধোয়া জরুরি। শুধু কাপড় বা টিস্যু দ্বারা মুছে নেওয়া যথেষ্ট নয়। তবে যদি এক দেরহাম তথা হাতের তালুর গভীরতা পরিমাণের চেয়ে কম লাগে তাহলে তা না ধুলেও নামায আদায় হয়ে যাবে। অবশ্য এক্ষেত্রেও ধুয়ে নেওয়া উত্তম।

উল্লেখ্য, দুধের শিশু দুধ গিলে ফেলার আগেই যদি মুখ থেকে তা বের করে দেয় তাহলে তা নাপাক নয়।

-আততাজনীস ওয়াল মাযীদ ১/২৭১; ফাতহুল কাদীর ১/৪১; আননাহরুল ফায়েক ১/৫৪; মিনহাতুল খালিক ১/৩৪; শরহুল মুনইয়াহ, পৃ. ১২৯

Read more Question/Answer of this issue