Safar 1445 || September 2023

তাওহীদ - ভোলা

৬২৪৬. Question

ভীষণ অসুস্থতার কারণে আমি ওযু করতে সক্ষম নই। তাই তায়াম্মুম করে নামায আদায় করতে হচ্ছে। মুহতারামের কাছে জানার বিষয় হল, তায়াম্মুমে হাত মাসেহ করার সময় আংটির নিচেও কি মাসেহ করা জরুরি? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, হাতে আংটি পরিহিত থাকলে তায়াম্মুমের সময় তা খুলে বা সরিয়ে হলেও আংটির নিচের অংশ মাসেহ করতে হবে। এর নিচের অংশ মাসেহ না করলে তায়াম্মুম হবে না।

-আলমাবসূত, সারাখসী ১/১০৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; বাদায়েউস সানায়ে ১/১৬৮; আলমুহীতুল বুরহানী ১/২৯৫; আদ্দুররুল মুখতার ১/২৩৭

Read more Question/Answer of this issue