Safar 1445 || September 2023

সিয়াম - বেগমগঞ্জ, নোয়াখালী

৬২৪৫. Question

এবার বাড়িতে কবুতর জবাই করার সময় আমার জামায় কিছু রক্ত লেগে যায়। ভালোভাবে ধোয়ার পরও লালচে ভাব থেকে যায়। জানার বিষয় হল, আমার জামা কি পবিত্র হয়ে গেছে, নাকি ঐ লালচে ভাব দূর করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হতাম।

 

Answer

যেহেতু জামাটি পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নেওয়ার দ্বারা তা থেকে রক্ত দূর হয়ে গেছে তাই তা পবিত্র হয়ে গেছে। এরপর তাতে লালচে ভাব রয়ে গেলেও কোনো সমস্যা নেই।

-মুসনাদে আহমাদ, হাদীস ৮৭৬৭; আলমাবসূত, সারাখসী ১/৯৩; বাদায়েউস সানায়ে ১/২৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪৯; আদ্দুররুল মুখতার ১/৩২৯

Read more Question/Answer of this issue