Safar 1445 || September 2023

হাফিজুর রহমান - যশোর

৬২৪৪. Question

একদিন আসরের নামাযের জন্য মসজিদে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমি থুথু ফেলি। দেখলাম, থুথুর সাথে সামান্য রক্তও দেখা যাচ্ছে। তবে সে কারণে থুথু লাল হয়নি; বরং হলদে ভাব এসেছে। তখন আবার ওযু করে মসজিদে প্রবেশ করি। মুহতারামের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে নতুন করে ওযু করা কি জরুরি ছিল, না পূর্বের ওযু দিয়েই নামায পড়া যেত?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে থুথু যেহেতু লালচে বর্ণের হয়নি; বরং হলদে ভাবের ছিল, তাই এতে আপনার ওযু ভাঙ্গেনি। কেননা থুথুতে রক্তের পরিমাণ সমান বা বেশি না হলে (যার আলামত হল থুথু লালচে বর্ণের না হওয়া) ওযু ভাঙে না। সুতরাং এক্ষেত্রে নতুন করে ওযু করা জরুরি ছিল না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৪০; কিতাবুল আছল ১/৪৪; বাদায়েউস সানায়ে ১/১২৪; আলমুহীতুল বুরহানী ১/২০৩; তাবয়ীনুল হাকায়েক ১/৪৮; রদ্দুল মুহতার ১/১৩৯

Read more Question/Answer of this issue