ফয়সাল - ঢাকা
৬২৪১. Question
আমরা পাঁচ বন্ধু মিলে একটি ব্যাচেলর মেসে ভাড়া থাকি। আমরা ভাড়া নেওয়ার আগ থেকেই মেসের একটি কাচের জানাল ভাঙা ছিল। এতদিন তেমন সমস্যা হয়নি। কিন্তু এখন শীতকাল হওয়ায় ভাঙা জানালাটি দিয়ে প্রচণ্ড ঠাণ্ডা বাতাস আসতে থাকে। জানালাটি মেরামত করার জন্য মালিককে অনেকবার বলার পরও তিনি কোনো ভ্রম্নক্ষেপ করছেন না দেখে আমরা তার অনুমতি ছাড়াই নিজেদের টাকা খরচ করে সেটি মেরামত করে ফেলি। পরবতীর্ মাসের ভাড়া দেওয়ার সময় জানালা মেরামত বাবদ আমাদের যতটাকা খরচ হয়েছে তা বাদ দিয়ে অবশিষ্ট টাকা মালিককে দিতে গেলে তিনি কোনোভাবেই কম নিতে সম্মত হননি। তাই বাধ্য হয়েই আমরা পূর্ণ ভাড়া পরিশোধ করি।
মুহতারামের নিকট আমাদের জানার বিষয় হল, জানালাটি মেরামত করার দায়িত্ব কার ছিল? এটি মেরামত বাবদ আমাদের যা খরচ হয়েছে তা কি আমরা মালিক থেকে নিতে পারব?
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী জানালাটি যেহেতু আগে থেকেই ভাঙ্গা ছিল তাই তা মেরামত করে দেওয়া বাড়ি মালিকের দায়িত্ব ছিল। তাকে বলার পরও তা মেরামত না করা অন্যায় কাজ হয়েছে। এই পরিস্থিতিতে আপনারা নিজ থেকে তা ঠিক করে নিলেও মালিকের নৈতিক দায়িত্ব হল, জানালাটির মেরামত খরচ আপনাদেরকে দিয়ে দেওয়া।
কিন্তু আপনারা যেহেতু মালিকের অনুমতি ছাড়াই জানালাটি মেরামত করেছেন তাই মালিক যদি খরচ দিতে না চায় তাহলে তাকে এজন্য বাধ্য করা যাবে না।
বাদায়েউস সানায়ে ৪/৭০; আলমুহীতুর রাযাবী ৬/৫৮৮; আযাযাখিরাতুল বুরহানিয়া ১২/৪; রদ্দুল মুহতার ৬/৮০; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দাহ ৫২৯