Muharram 1445 || August 2023

শাফায়াত হোসেন - মোমেনশাহী

৬২৪০. Question

আমার চাচাতো ভাই এক কোম্পানির ডিলার। কোম্পানি তাকে অফার করেছে, পণ্যের মূল্য বাবদ কোম্পানিকে এক লাখ টাকা অগ্রিম দিলে কোম্পানি তাকে ছয় হাজার টাকা কমিশন দেবে। এখন তার কাছে কোম্পানিকে দেওয়ার মতো ৮০ হাজার টাকা আছে। তাই সে আমাকে বলেছে, তুমি আমাকে ২০ হাজার টাকা দাও। যাতে আমি কোম্পানিকে এক লাখ টাকা পুরা করে দিতে পারি। আর এজন্য কোম্পানি আমাকে যে ছয় হাজার টাকা কমিশন দেবে তা থেকে তোমাকে দুই হাজার টাকা দেব। তার কথামতো আমি তাকে ২০ হাজার টাকা দিই। এখন আমার জন্য আমার দেওয়া ২০ হাজার টাকার অতিরিক্ত দুই হাজার টাকা নেওয়া বৈধ হবে কি না?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি কোম্পানির ডিলারকে যে চুক্তিতে ২০ হাজার টাকা দিয়েছেন শরীয়তের দৃষ্টিতে এটি আসলে ঋণ। তাই এক্ষেত্রে যে পরিমাণ টাকা আপনি তাকে দিয়েছেন শুধু ওই পরিমাণ টাকাই তার থেকে ফেরত নিতে পারবেন। এর অতিরিক্ত কিছু নিলে তা সুদের অন্তর্ভুক্ত হবে; যা সুস্পষ্ট হারাম। 

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১০৭৮; আলমুহীতুল বুরহানী ১০/৩৫১; ফাতহুল কাদীর ৬/৩৫৫আলবাহরুর রায়েক ৬/১২২; ইলাউস সুনান ১৪/৫১৪

Read more Question/Answer of this issue