Muharram 1445 || August 2023

মুহাম্মদ তাশরীফ - মুরাদনগর, কুমিল্লা

৬২৩৯. Question

কিছুদিন আগে আমি আমার এক বন্ধুকে ব্যবসা করার জন্য মুযারাবা হিসেবে পাঁচ লক্ষ টাকা দিই। আমাদের এলাকার নিয়ম অনুযায়ী আমি চাচ্ছি, তার কাছ থেকে ওই পাঁচ লক্ষ টাকার বিপরীতে তার কোনো সম্পদ বা জমির কোনো দলীলপত্র বন্ধক হিসেবে রাখতে।

জানার বিষয় হল, মুযারাবায় মূলধনের বিপরীতে অথবা ওই ব্যবসা নিষ্পত্তির সময় মূলধন বুঝিয়ে দিতে কোনো ধরনের সীমালংঘন বা অবহেলা পাওয়া যাওয়ার আশংকায় কোনো কিছু বন্ধক রাখা যাবে কি?

Answer

মুযারাবা ব্যবসায় মূলধন মুযারিবের কাছে আমানত হিসেবে থাকে। আর আমানতের বিপরীতে কোনো কিছু বন্ধক রাখা জায়েয নয়। সুতরাং মুযারাবার মূলধনের বিপরীতে বন্ধক রাখা যাবে না।

আলমুহীতুর রাযাবী ৮/৩১২; বাদায়েউস সানায়ে ৫/২০৭

Read more Question/Answer of this issue