Muharram 1445 || August 2023

মুয়াজ - মুলাদী, বরিশাল

৬২৩৫. Question

আমাদের মসজিদে অনেকগুলো মুসহাফ (কুরআনের কপি) আছে, যা বিভিন্ন সময় মানুষ মসজিদের জন্য দান করেছেন। তিলাওয়াতের জন্য বাসায় একটি মুসহাফের খুব প্রয়োজন।

হুজুরের কাছে জানতে চাই, তিলাওয়াতের জন্য একটি মুসহাফ মসজিদ থেকে বাসায় নিয়ে যেতে পারব কি না? জানালে উপকৃত হব।

Answer

মসজিদে যেসকল মুসহাফ দান করা হয়, তা মসজিদের ওয়াকফিয়া সম্পদের অন্তভুর্ক্ত। সুতরাং তা মসজিদে তিলাওয়াতের জন্য নির্ধারিত থাকবে। মসজিদের বাইরে বাসায় বা অন্যত্র নেওয়া যাবে না।

খুলাসাতুল ফাতাওয়া ৪/৪১৮; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৫৯; আননাহরুল ফায়েক ৩/৩১৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/৫৩৯; রদ্দুল মুহতার ৪/৩৬৫

Read more Question/Answer of this issue