Muharram 1445 || August 2023

নূরুল হুদা হাওলাদার - কোটালীপাড়া, গোপালগঞ্জ

৬২৩৪. Question

আমাদের গ্রামের ওয়াকফিয়া ঈদগাহটি বেশ বড়। সেখানে ঈদের নামায ও জানাযার নামায অনুষ্ঠিত হয়। সারা বছর জায়গাটি খালি পড়ে থাকে। গ্রামের কেউ কেউ ধানের মৌসুমে সেখানে ধানের খড় শুকাতে দেয়, আবার কেউ কেউ মাঠের এক পাশে খড়ের পালাও দেয় এবং শীতকালে গ্রামের কিছু ছেলেরা সেখানে ব্যাডমিন্টনের মাঠ বানিয়ে রাতে ব্যাডমিন্টন খেলে।

মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, ঈদগাহে এসকল কাজ করা নাজায়েয হবে কি? আশা করি বিষয়টি জানাবেন।

Answer

ওয়াকফকৃত ঈদগাহকে খেলার মাঠ বানানো যাবে না। শরীয়তের দৃষ্টিতে এ ধরনের ঈদগাহ অনেক ক্ষেত্রে মসজিদের মত সম্মানিত। তাই সেখানে এমন কোনো কাজ করা যাবে না, যার দ্বারা ঐ স্থানের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমনিভাবে ওয়াকফিয়া ঈদগাহে খড় শুকানো, খড়ের পালা দেওয়া এবং এ ধরনের অন্যান্য ব্যক্তিগত ব্যবহার থেকেও বিরত থাকা উচিত।

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৫৪১; ফাতাওয়া খানিয়া ৩/২৯১; আলবাহরুর রায়েক ২/৩৬; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৬৮; আদ্দুররুল মুখতার ৪/৪৩৩

Read more Question/Answer of this issue