Muharram 1445 || August 2023

নজরুল ইসলাম - নাটোর

৬২৩৩. Question

আমাদের গ্রামের মসজিদে নামাযে মুসল্লীদের জায়গার সংকুলান হচ্ছে না। বিশেষ করে জুমার নামাযে মুসল্লীদের খুব কষ্ট হয়। তাই মসজিদ কমিটি মসজিদ সম্প্রসারণের ফিকির করছেন। এজন্য মসজিদের কিছু জমির প্রয়োজন। মসজিদের পাশেই আমাদের দুই ভাইয়ের একটি যৌথ মালিকানাধীন জমি আছে। এখন হুজুরের কাছে জানার বিষয় হল, এই জমি বণ্টনের আগে আমি কি শুধু আমার নিজের অংশ মসজিদের জন্য ওয়াকফ করতে পারব? যদি তা সহীহ না হয়, তাহলে আমরা দুই ভাই যদি উক্ত জমি বণ্টন না করে পরস্পর সম্মতিতে উক্ত পুরো জমি ওয়াকফ করে দিই তা কি বৈধ হবে?

 

Answer

যৌথ মালিকানাধীন জমি বণ্টনের আগে নিজের অংশ ওয়াকফ করা যায় না। তাই প্রশ্নোক্ত জমি বণ্টনের আগে নিজের অংশ ওয়াকফ করা সহীহ হবে না। অবশ্য আপনাদের যৌথ মালিকানাধীন উক্ত জমিটি বণ্টন না করে যদি উভয়ে পুরো জমিই মসজিদের জন্য ওয়াকফ করে দেন, তাহলে ওয়াকফ সহীহ হয়ে যাবে।

আহকামুল আওকাফ, খাস্সাফ, পৃ. ২০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪১৭; ফাতাওয়া সিরাজিয়্যা, পৃ. ৯১; ফাতহুল কাদীর ৫/৪২৬, ৪২৭; রদ্দুল মুহতার ৪/৩৪৮

Read more Question/Answer of this issue