Muharram 1445 || August 2023

আলতাফ হোসাইন - আরশিনগর, কেরানীগঞ্জ

৬২৩১. Question

জনৈক বক্তি তামাত্তু হজ্বের কুরবানী আদায়ের পর হলক করার আগেই হাতপায়ের সবগুলো নখ কেটেছে। এরপর হলক করেছে। প্রশ্ন হল, তার এই কাজের হুকুম কী? জানালে কৃতজ্ঞ হব।

Answer

হলক করার আগে নখ কাটার কারণে ঐ ব্যক্তির ওপর একটি জরিমানা দম ওয়াজিব হয়েছে। কেননা হজ্বের অন্যান্য কাজ সম্পন্ন হয়ে গেলেও হলক করা বা চুল ছোট করা পর্যন্ত ইহরামের হুকুম বহাল থাকে। যেহেতু ঐ ব্যক্তি হলক করার পূর্বে নখ কেটেছে, তাই ইহরাম অবস্থায় নখ কাটার কারণে তার ওপর জরিমানা দম ওয়াজিব হয়েছে।

এখন তার কর্তব্য হল, হেরেমের এলাকায় একটি দম অর্থাৎ ছাগল বা দুম্বা জবাইয়ের ব্যবস্থা করা।

আলমাবসূত, সারাখসী ৪/৭৭; বাদায়েউস সানায়ে ২/৩২৯; আলমুহীতুর রাযাবী ২/১৯৩; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৭৪; মানাসিকে মোল্লা আলী আলকারী, পৃ. ২২৮

Read more Question/Answer of this issue