আমানুল ইসলাম - ছাগলনাইয়া, ফেনী
৬২৩০. Question
গত মাসে আমার আব্বা মারা যান। জীবদ্দশায় তার ওপর হজ্ব ফরয হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তিনি তা আদায় করতে পারেননি। তাই মৃত্যুর পূর্বে তিনি তার পক্ষ থেকে হজ্ব আদায় করার ওসিয়ত করে যান। কিন্তু তার রেখে যাওয়া সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশের দ্বারা হজ্ব আদায় সম্ভব হচ্ছে না; আরো ১ লক্ষ টাকা প্রয়োজন। তাই আমার বড় ভাই বলল, আমি বাকি টাকা নিজ থেকে দিয়ে আগামী বছর আব্বার পক্ষ থেকে হজ্ব আদায় করব।
মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, বড় ভাই বাকি টাকা নিজ থেকে দিয়ে আব্বার পক্ষ থেকে হজ্ব আদায় করার দ্বারা আব্বার ফরয হজ্ব আদায় হয়ে যাবে কি না?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে হজে¦র অধিকাংশ খরচ যেহেতু আপনার পিতার রেখে যাওয়া সম্পদ থেকেই দেওয়া হচ্ছে, তাই এক্ষেত্রে কিছু টাকা আপনার ভাই দিলেও আপনার পিতার বদলী হজ্ব আদায় হয়ে যাবে। কেননা বদলী হজ্বের ক্ষেত্রে যার পক্ষ থেকে বদলী করা হচ্ছে অধিকাংশ খরচ তার সম্পদ থেকে হলেই সহীহ হয়ে যায়।
আলমাবসূত, সারখসী ৪/১৪৭; বাদায়েউস সানায়ে ২/৪৬০; আলমুহীতুর রাযাবী ২/২৬৪; ফাতাওয়া খানিয়া ১/৩১১; আদ্দুররুল মুখতার ২/৬০০; গুনইয়াতুন নাসিক, পৃ. ৩২৩