হুমায়রা জান্নাত - বেলকুচি, সিরাজগঞ্জ
৬২২৮. Question
আমি গত নভেম্বর মাসের ১৭ তারিখ সন্ধ্যা ছয়টার ফ্লাইটে ওমরার উদ্দেশ্যে আমার স্বামীর সাথে সৌদি আরব রওনা হই। কিন্তু মক্কা পৌঁছার আগেই আমার ঋতুস্রাব শুরু হয়। তিন দিন অপেক্ষা করার পর ঔষধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখি এবং ওমরা আদায় করি। এরপর ২৩ তারিখে পুনরায় ফ্লাইটে আমরা দেশে ফিরি। কিন্তু ঔষধ বন্ধ রাখার কারণে ২৪ তারিখে পুনরায় ব্লাড আসে।
উল্লেখ্য, প্রতিমাসে সাধারণত নয় দিন আমার ঋতুস্রাব হয়।
এখন হুজুরের কাছে জানার বিষয় হল, আমার উক্ত ওমরা সহীহ হয়েছে কি না? এবং এক্ষেত্রে আমার করণীয় কী? বিস্তারিত জানালে খুশি হব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ২৪ তারিখে পুনরায় রক্ত আসার কারণে মাঝের যে দিনগুলোতে রক্ত বন্ধ ছিল, সে দিনগুলোও হায়েয হিসেবে গণ্য হবে। সুতরাং আপনার ওমরা হায়েয অবস্থায় আদায় হয়েছে বলে ধর্তব্য হবে। তাই আপনাকে একটি জরিমানা দম দিতে হবে। আর দম আদায়ের পদ্ধতি হল, অন্তত এক বছর বয়সী ছাগল-ভেড়া বা দুম্বা হেরেমের এলাকায় জবাই করা।
প্রকাশ থাকে যে, সেখানে অবস্থান করছে, এমন কারো মাধ্যমেও দমের পশু যবাই করানো যাবে। দম আদায়ের জন্য নিজের উপস্থিতি আবশ্যক নয়।
আলমাবসূত, সারাখসী ২/১৪০; আলমুহীতুল বুরহানী ৩/৪৫৩; ফাতহুল কাদীর ১/১৫৩; রদ্দুল মুহতার ১/২৯০ ও ২/৫৫১; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩৯২