Muharram 1445 || August 2023

রাশেদ শাহরিয়ার - জামালপুর

৬২২৭. Question

বিভিন্ন এলাকায় প্রচলন আছে, মৃত ব্যক্তির দাফনের সময় যারা উপস্থিত থাকে, তারা সকলে তিনবার উভয় হাত ভরে মাটি নিয়ে কবরে ঢালে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, এভাবে কবরে তিনবার মাটি দেওয়ার কাজটি কি শরীয়তসম্মত?

Answer

মৃত ব্যক্তির দাফনের সময় উপস্থিত লোকদের জন্য মৃতের মাথার দিক থেকে কবরে তিনবার উভয় হাত দিয়ে মাটি ঢালা মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির জানাযার নামায আদায় করেন। এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিক থেকে তিনবার মাটি ঢেলে দেন। (সুনানে ইবনে মাজাহ, বর্ণনা ১৫৬৫)

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৮৩৭; আসসুনানুল কুবরা, বায়হাকী ৩/৪১০; আযযিয়াউল মানাবী ৩/৫০৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; ইলাউস সুনান ৮/৩১৬

Read more Question/Answer of this issue