Muharram 1445 || August 2023

মুহাম্মাদ হামিদুল্লাহ - ফেনী

৬২২৫. Question

হুজুর আমি আলহামদু লিল্লাহ বালেগ হওয়ার পর থেকে পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে অলসতার কারণে কিছু নামায পড়া হয়নি। এখন সবগুলো নামায কাযা করার ইচ্ছা করেছি। অথচ দিন-তারিখও স্মরণে নেই এবং কত ওয়াক্ত পড়া হয়নি তাও নির্দিষ্টভাবে জানা নেই। অতএব হযরতের নিকট জানতে চাচ্ছি, আমি কীভাবে নামাযগুলো কাযা করব? জানালে উপকৃত হব।

Answer

ছুটে যাওয়া নামাযগুলোর দিন-তারিখ স্মরণ না থাকলে তা কাযা করার ক্ষেত্রে এভাবে নিয়ত করবেন যে, আমার জীবনের অনাদায়ী প্রথম ফজরের ফরয আদায় করছি। তদ্রƒপ অনাদায়ী প্রথম যোহরের ফরয নামায আদায় করছি। এভাবে অন্যান্য নামাযের ক্ষেত্রে নিয়ত করবেন। যখনি কাযা আদায় করবেন, এভাবে নিয়ত করে নেবেন।

আর কত ওয়াক্ত নামায কাযা হয়েছে এর সংখ্যা যেহেতু এখন নির্দিষ্টভাবে আপনার জানা নেই, তাই এক্ষেত্রে প্রবল ধারণা অনুযায়ী পড়ে নেবেন।

Ñফাতাওয়া খানিয়া ১/৮২; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৫২; মাজমাউল আনহুর ৪/৪৭৭; রদ্দুল মুহতার ২/৭৬

Read more Question/Answer of this issue