Zilhajj 1444 || July 2023

হেলাল মিয়া - ফরিদপুর

৬২২০. Question

আমরা আমাদের পুকুরে মাছ-চাষ করি। কখনো কখনো দেখা যায় যে, এক-দুটো মাছ মরে ভেসে ওঠে। মাছের শরীরে আঘাতের কোনো চিহ্নও দেখা যায় না। প্রশ্ন হল, এধরনের মরা মাছ খাওয়া যাবে কি না?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মাছ যদি স্বাভাবিকভাবেই মরে ভেসে ওঠে, তাহলে তা খাওয়া যাবে না। কেননা কোনো কারণ ছাড়া যে মাছ মরে যায় তা খাওয়া জায়েয নয়। তবে যদি কোনো কারণবশত মাছ মরে যায় যেমন, পুকুরে খাবার বা অন্য কোনো কিছু দেওয়ার কারণে বা কোনো প্রাণীর আঘাতের কারণে অথবা পানি অতিরিক্ত গরম বা ঠাণ্ডা হওয়ার কারণে ইত্যাদি, তাহলে উক্ত মাছ খাওয়া যাবে।

-আলমুহীতুল বুরহানী ৮/৪৩৫; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩০১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৪৯১; দুরারুল হুক্কাম ১/২৮০; আদ্দুররুল মুখতার ৬/৩০৬ 

Read more Question/Answer of this issue