হাসান আহমাদ - বনানী, ঢাকা
৬২১৯. Question
আমার বড় ভাই দুই সন্তান রেখে মারা যান। তারা এখন লেখা-পড়া করছে। তাদের কোনো উপার্জন নেই। আমার বাবা তাদের খরচ বহন করেন। একবার আমার বাবা নাতিদের সামনে বললেন, ‘আমার অমুক প্লটটি আমি আমার দুই নাতির জন্য ওসিয়ত করলাম।’ তার কয়েক মাস পর এক ব্যক্তি ঐ প্লটটি কিনতে চাইলে আমার বাবা প্লটটি তার কাছে ভালো দামে বিক্রি করে দেন। পরে নাতিরা তাকে মনে করিয়ে দেয়, ‘প্লটটি তো আপনি আমাদের জন্য ওসিয়ত করেছিলেন।’ তখন আমার বাবা বলেন, ‘চিন্তা করো না, ঐ প্লটের পরিবর্তে আমি তোমাদের জন্য আমার অমুক দোকানটি ওসিয়ত করলাম।’
হুজুরের কাছে জানার বিষয় হল, আমার বাবার জন্য উক্ত ওসিয়তকৃত প্লটটি বিক্রি করা এবং ওসিয়ত রদবদল করা জায়েয হয়েছে কি?
Answer
ওসিয়ত কার্যকর হয় ওসিয়তকারীর মৃত্যুর পর। তাই ওসিয়তকারী চাইলে তার জীবদ্দশায় ওসিয়ত বাতিল করতে পারে বা ওসিয়ত রদবদল করতে পারে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার জন্য ওসিয়তকৃত প্লটটি বিক্রি করা এবং এর পরিবর্তে দোকানের ওসিয়ত করা জায়েয হয়েছে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩১৪৪৯; আলমুহীতুর রাযাবী ৯/৩৮৬; বাদায়েউস সানায়ে ৬/৪৯৩; ফাতাওয়া তাতারখানিয়া ২০/৩; ফাতাওয়া হিন্দিয়া ৬/৯২; রদ্দুল মুহতার ৬/৬৫৮