Zilhajj 1444 || July 2023

আব্দুল খালেক - নওগাঁ

৬২১৮. Question

কয়েক দিন আগে আমার ছোট ছেলে (বয়স ৭ দিন)-এর আকীকা করি। উক্ত আকীকা অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা বিভিন্ন ধরনের গিফট প্রদান করেন। যেমন, বাচ্চার কাপড়-চোপর, খেলনা ইত্যাদি। সেখানে অনেকেই সরাসরি আমাদের হাতে টাকা প্রদান করেন। এই অনুষ্ঠানে মোটা অংকের টাকা আমাদের হাতে আসে। তাই হুজুরের কাছে জানতে চাই, উক্ত অনুষ্ঠানে প্রাপ্ত টাকাগুলো কি ছেলের ভরণ-পোষণে খরচ করা জরুরি, নাকি আমরা আমাদের অন্যান্য প্রয়োজনেও খরচ করতে পারব? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

সাধারণত আকীকা, খতনা ইত্যাদি বাচ্চার অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা যেসব টাকা-পয়সা প্রদান করে থাকে তা সামাজিক প্রচলন হিসেবে মা-বাবাকে দেওয়াই উদ্দেশ্য থাকে। তাই এই টাকার মালিক সন্তানের মা-বাবা। তাই তারা নিজেদের প্রয়োজনেও খরচ করতে পারবেন অথবা সন্তানের ভরণ-পোষণেও খরচ করতে পারেন। তবে কেউ সন্তানকেই হাদিয়া দিচ্ছে বলে প্রকাশ করলে অথবা বাচ্চার ব্যবহার্য আসবাবপত্র দিলে তার মালিক সন্তানই হবে। সুতরাং এজাতীয় টাকা ও জিনিসপত্র সন্তানের জন্যই ব্যয় করতে হবে

-আলফাতাওয়া মিন আকাবিলীল মাশায়েখ, পৃ. ৫১৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪০০; ফাতাওয়া খানিয়া ৩/২৬৪; দুরারুল হুক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ২/৪৮২; আদ্দুররুল মুখতার ৫/৬৯৬

Read more Question/Answer of this issue