Zilhajj 1444 || July 2023

জুবাইর আহমাদ - সদরঘাট, ঢাকা

৬২১৭. Question

কুরবানীর উদ্দেশ্যে কেনা গরুটি একদিন চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। আমার প্রশ্ন হল, কুরবানীর উদ্দেশ্যে কেনা গরু চুরি হওয়ার কারণে আমার কুরবানী মাফ হয়ে যাবে, নাকি আমাকে আবার কুরবানী করতে হবে?

Answer

আপনার উপর কুরবানী ওয়াজিব হলে প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে আরেকটি পশু ব্যবস্থা করে কুরবানী করতে হবে। সেক্ষেত্রে কমপক্ষে একটি ছাগল অথবা গরুর এক-সপ্তমাংশ কুরবানী করতে হবে। উক্ত পশু চুরি হয়ে যাওয়ার কারণে কুরবানী মাফ হবে না। আর যদি আপনার উপর কুরবানী ওয়াজিব না হয়; বরং নফল কুরবানীর নিয়তে পশু ক্রয় করে থাকেন, তাহলে এক্ষেত্রে পশুটি চুরি হয়ে যাওয়ার পর অন্য পশু ব্যবস্থা করে কুরবানী করতে হবে না। অবশ্য যদি উক্ত বছর ১২ যিলহজ্বের ভেতর হারানো পশুটি ফেরত পেয়ে যান তাহলে সেটি কুরবানী করে নেবেন।

-কিতাবুল আছল ৫/৪১০; আলমাবসূত, সারাখসী ১২/১৬

Read more Question/Answer of this issue