মুহাম্মাদ হেলাল উদ্দীন - মুরাদনগর, কুমিল্লা
৬২১৩. Question
কয়েক সপ্তাহ আগে আমি একটি চশমার দোকান থেকে আমার চশমার গ্লাস পরিবর্তন করি। পরিবর্তন করার সময় ‘ফটোসান গ্লাস’ লাগাতে বলি এবং ৩৫০ টাকা দিয়ে গ্লাস পরিবর্তন করি। বাড়িতে এসে পরের দিন দেখি, দোকানদার ফটোসান গ্লাস না দিয়ে সাধারণ একটি কম দামী গ্লাস লাগিয়ে দিয়েছে।
দোকান থেকে আনার সময় রাতের বেলা হওয়ার কারণে আমি দেখেও বুঝতে পারিনি যে এটা ফটোসান গ্লাস নয়।
এখন জানার বিষয় হল, আমি কি ঐ দোকানদারকে এই সাধারণ গ্লাসটি ফেরত দিতে পারব? এবং এর পরিবর্তে ফটোসান গ্লাস লাগিয়ে নিতে পারব?
Answer
আপনি যেহেতু ফটোসান গ্লাস লাগানোর চুক্তির ভিত্তিতে তাকে টাকা দিয়েছেন, তাই চুক্তি অনুযায়ী না হওয়ার কারণে ঐ গ্লাসটি ফেরত দিতে পারবেন। এক্ষেত্রে দোকানদারের জন্য জরুরি হল, আপনার দেওয়া টাকা ফেরত দেওয়া। কিংবা এক্ষেত্রে চুক্তি অনুযায়ী ফটোসান গ্লাসও লাগিয়ে দিতে পারে।
-আলমাবসূত, সারাখসী ১৩/১২; তাবয়ীনুল হাকায়েক ৪/৩১৮; আলবাহরুর রায়েক ৬/২৪; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/২৫৩