Zilhajj 1444 || July 2023

ইমদাদ - বরিশাল

৬২১২. Question

এবার রমযানে হঠাৎ করে বাসায় অনেক মেহমান চলে আসে। রান্না করতে গিয়ে দেখি, ঘরে তেল নেই। তখন পাশের ঘর থেকে দুই কেজি সয়াবিন তেল ধার নিয়েছিলাম। এর কয়েক দিন পরে হঠাৎ করে তেলের দাম দ্বিগুণ হয়ে যায়। এক কেজির দাম দুই কেজির সমপরিমাণ হয়ে যায়। এদিকে যিনি ধার দিয়েছেন, বর্তমানে তারও তেলের খুব প্রয়োজন।

জানার বিষয় হল, এখন কি আমাকে দাম বেশি হলেও দুই কেজি তেলই পরিশোধ করতে হবে, নাকি পূর্বের মূল্য হিসেবে বর্তমানে যে পরিমাণ তেল হয় তা পরিশোধ করলেই চলবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

কোনো বস্তু ধার নিলে নিয়ম হল, যে বস্তু যেই পরিমাণ ধার নেওয়া হয়েছে, ঠিক সে পরিমাণই ফেরত দেওয়া। এক্ষেত্রে উক্ত বস্তুর মূল্য কমল কি বাড়ল- তা দেখার বিষয় নয়। সুতরাং বর্তমান বাজারে তেলের মূল্য বেশি হলেও আপনাকে সমপরিমাণ তেলই পরিশোধ করতে হবে। পূর্বের মূল্য হিসাবে তেল পরিশোধ করা বা কম দেওয়া জায়েয হবে না।

-আলমাবসূত, সারাখসী ১৪/২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৯/৩৯৪; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০৩; আদ্দুররুল মুখতার ৫/১৬২; রদ্দুল মুহতার ৫/১৬২

Read more Question/Answer of this issue