Zilhajj 1444 || July 2023

রহমাতুল্লাহ - মোমেনশাহী

৬২১১. Question

আমাদের এলাকার লোকেরা গোবর জমা করে বিক্রি করে। কিন্তু কিছুদিন আগে একজন বললেন, গোবর নাপাক। আর নাপাক বস্তুর বেচাকেনা জায়েয নয়। তাই হুজুরের কাছে জানতে চাই, গোবর বেচাকেনা করা জায়েয কি না?

Answer

গোবর নাপাক হলেও তা বৈধ উপায়ে ব্যবহারযোগ্য। যেমন গোবর জ্বালানি কাজে ও সার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই বৈধ উদ্দেশ্যের বিবেচনায় গোবর বেচাকেনা করা জায়েয।

-আলজামিউস সাগীর, পৃ. ২৩৪; উয়ূনুল মাসায়েল, পৃ. ৭৬; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শাহীদ, পৃ. ৫৫৫; বাদায়েউস সানায়ে ৪/৩৩৬; তাবয়ীনুল হাকায়েক ৭/৫৭

Read more Question/Answer of this issue