Zilhajj 1444 || July 2023

মুহাম্মাদ বেলাল - মুরাদনগর, কুমিল্লা

৬২১০. Question

আমাদের এলাকায় সাধারণত মেশিন দিয়ে ধান ভাঙানোর ক্ষেত্রে এভাবেই চুক্তি করা হয় যে, কৃষক যত মন ইচ্ছা ধান ভাঙাবে, এর বিনিময়ে ঐ ভাঙানো ধান থেকে যত কুড়া বের হবে সব মেশিনওয়ালা নিয়ে যাবে। কৃষকের অতিরিক্ত আর কোনো টাকা দিতে হবে না। দেখা যায়, এই চুক্তির মধ্যে উভয় পক্ষ সন্তুষ্ট থাকে।

জানার বিষয় হল, উক্ত চুক্তি কি সঠিক? জানিয়ে বাধিত করবেন।

 

Answer

ভাঙানো ধানের কুড়া দেওয়ার শর্তে ধান ভাঙানোর চুক্তি করা বৈধ নয়। কেননাহাদীসে এধরনের লেনদেন করতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে সঠিকভাবে কারবার করতে চাইলে উক্ত ভাঙানো ধানের কুড়া দেওয়ার শর্ত করা যাবে না; বরং নির্দিষ্ট পরিমাণ যে কোনো কুড়া দেওয়ার চুক্তি করবে। পরে কৃষক চাইলে উক্ত ভাঙানো ধানের কুড়াও বিনিময় হিসেবে দিতে পারবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১৯৭৫; শরহু মুশকিলিল আছার ২/১৭৬; আলমাবসূত, সারাখসী ১৫/৮৩; আলমুহীতুর রাযাবী ৬/৫২২; বাদায়েউস সানায়ে ৪/৪৩; আদ্দুররুল মুখতার ৬/৫৬

Read more Question/Answer of this issue