Zilhajj 1444 || July 2023

মুহাম্মাদ রহিমুল্লাহ - ইসলামপুর

৬২০৯. Question

আমি একজন পাইকারি কাপড় ব্যবসায়ী। ছয় মাস পূর্বে এক খুচরা ব্যবসায়ীর নিকট বাকিতে দুই লক্ষ টাকার কাপড় বিক্রি করেছিলাম। দুই মাসের মধ্যে আমার পাওনা পরিশোধের কথা থাকলেও এখনো তিনি সেই টাকা পরিশোধ করেননি। আমি চাচ্ছি তার কাছ থেকে এই টাকা এখন না নিয়ে তার ব্যবসায় বিনিয়োগ করব এবং এই টাকা থেকে যা লাভ হবে তা দুজনে অর্ধাঅর্ধি হারে ভাগ করে নেব। এ ব্যাপারে তার সাথে আলোচনা করেছি। সেও রাজি আছে।

জানতে চাই, এভাবে বিনিয়োগ করা কি আমার জন্য জায়েয হবে? আশা করি জানিয়ে বাধিত করবেন।

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে কাপড় বিক্রির বকেয়া টাকা তার থেকে পাওয়ার আগে তার কাছে এই টাকা বিনিয়োগ করা যাবে না। কেননা কারো কাছ থেকে পাওনা টাকা উসূল করার আগে তার কাছে সেই টাকা বিনিয়োগ করা সহীহ নয়। তাই আপনাকে আগে তার থেকে পাওনা টাকা হস্তগত করতে হবে। তারপর চাইলে এ টাকা তার কাছে বিনিয়োগ করতে পারবেন।

-কিতাবুল আছল ৪/১৩০; বাদায়েউস সানায়ে ৫/১১৪; আলমুহীতুল বুরহানী ১৮/১২২; তাবয়ীনুল হাকায়েক ৫/৫১৮; আদ্দুররুল মুখতার ৫/৬৪৭; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৩৩০

Read more Question/Answer of this issue