Zilhajj 1444 || July 2023

নেয়ামতুল্লাহ - ফরিদপুর

৬২০৭. Question

সেদিন আমার এক প্রতিবেশী থেকে আমি একটি মুরগি ক্রয় করি। বাড়িতে এনে মুরগিটি জবাই করলে তার পেটের মধ্যে একটি স্বর্ণের নাকফুল পাই।

মুহতারামের কাছে জানতে চাই যে, উক্ত নাকফুলটির কী হুকুম? আমি কি সেটার মালিক হব, না বিক্রেতাকে তা ফিরিয়ে দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মুরগি ক্রয় করার দ্বারা আপনি নাকফুলটির মালিক হবেন না; বরং নাকফুলটি তার মালিকের। এখন তা যদি বিক্রেতার হয় তাহলে তা বিক্রেতাকে দিয়ে দিতে হবে। আর যদি বিক্রেতাও এর প্রকৃত মালিক না হয় তাহলে মূল মালিকের সন্ধান করতে চেষ্টা করবে। যদি অবশেষে মালিকের সন্ধান পাওয়াই না যায় তাহলে কোনো গরীবকে মালিকের পক্ষ থেকে এটি সদকা করে দেবে।

-ফাতাওয়া খানিয়া ২/২৪৮; আলমুহীতুল বুরহানী ৮/১৭২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ৩/১৫০; আলবাহরুর রায়েক ৫/২৯৫

Read more Question/Answer of this issue