Zilhajj 1444 || July 2023

কাউসার - ফেনী

৬২০৬. Question

সেদিন পরিচিত এক দোকান থেকে ৩৫০ টাকা দিয়ে একটি টিপ ছাতা ক্রয় করি। দুই দিন পর দোকানদারের সাথে দেখা হলে বলে, ভাই ছাতাটার দাম ছিল ৬০০ টাকা। ভুলে আপনাকে ৩৫০ টাকায় দিয়ে দিয়েছি। এটা খুব ভালো মানের ছাতা। আমার ক্রয় করতেই হয়েছে ৫৫০ টাকায়। পুরো ৬০০ টাকা না দিলেও অন্তত আরও দুইশত টাকা দিতে হবে। তখন আমি তাকে আর এক টাকাও দিতে পারব না বলে চলে আসি।

মুহতারাম! এধরনের ঘটনা মাঝেমধ্যে ঘটে থাকে। তখন কোনো কোনো দোকানদারকে বিশ্বাস হয় আবার কোনো দোকানদারকে একদম বিশ্বাস হয় না।

তো জানতে চাই, আসলে এক্ষেত্রে শরীয়তের বিধান কী? আমি কি তাকে ঐ অতিরিক্ত ২০০ টাকা দিতে বাধ্য? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে দোকানদারের কথা যদি সত্য বলে মনে হয় এবং বাস্তব বাজারেও ছাতাটার দাম ৫৫০ টাকা হয়ে থাকে তাহলে আপনার নৈতিক দায়িত্ব হবে, দোকানদারকে বাকি ২০০ টাকা দেওয়া; যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়। তবে যেহেতু উভয়ের সম্মতিতেই ক্রয়-বিক্রয় হয়েছে, তাই অতিরিক্ত ২০০ টাকা ফেরত না দিলেও ছাতাটি ব্যবহার করা আপনার জন্য নাজায়েয হবে না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩২৮২; ফাতাওয়া তাতারখানিয়া ৮/৩৮৩; আদ্দুররুল মুখতার ৫/১৪২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ ৩৫৬; দুরারুল হুক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ১/৩৬৮

Read more Question/Answer of this issue