Zilhajj 1444 || July 2023

সাআদ - ফেনী

৬২০৫. Question

আমার একটি মুরগির ফার্ম আছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু মুরগি মারা যায়। আমার এক পরিচিত লোক মাগুর মাছ চাষ করে। সে ঐ মুরগিগুলো স্বল্পমূল্যে ক্রয় করে নিয়ে যায় মাগুর মাছের খাবারের জন্য।

জানতে চাই, ঐ মৃত মুরগিগুলো বিক্রি করাতে কি কোনো অসুবিধা আছে? এবং এর বিক্রিলব্ধ টাকা ভোগ করা বৈধ হবে কি? জানালে উপকৃত হব।

Answer

মৃত মুরগি হারাম। এর বিক্রি নাজায়েযসুতরাং মৃত মুরগির বিক্রিলব্ধ টাকা ভোগ করা জায়েয হবে না। তাই এগুলো ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে।

-বাদায়েউস সানায়ে ৪/৫৯১; ফাতহুল কাদীর ৬/৪৪আলবাহরুর রায়েক ৬/৭০; আদ্দুররুল মুখতার ৫/৫১; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/১০৩

Read more Question/Answer of this issue