Zilhajj 1444 || July 2023

মুহাম্মাদ রাজু মিয়া - বনানী, ঢাকা

৬২০৩. Question

মুহতারাম মুফতী ছাহেব! আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট বাজারে আসলে আমরা বিভিন্ন মাধ্যমে এর বিজ্ঞাপন দিয়ে থাকি। জানার বিষয় হল, পণ্যের প্রচারের জন্য সিনেমা অথবা নাটকের মধ্যে বিজ্ঞাপন দিলে কি কোনো অসুবিধা আছে?

উল্লেখ্য, আমাদের বিজ্ঞাপনে কোনো নারী-পুরুষের ছবি থাকবে না। শুধু পণ্যেরই বিভিন্ন দৃশ্য দেখানো হবে। এ বিজ্ঞাপনের বিনিময়ে আমরা সিনেমা ও নাটকের কতৃর্পক্ষকে টাকা দেব। আশা করি বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রচলিত নাটক-সিনেমায় অসংখ্য কবীরা গুনাহ হয়ে থাকে। মুসলিম সমাজে অশ্লীলতা বিস্তার ও চারিত্রিক অধঃপতনের ক্ষেত্রে নাটক-সিনেমার ভূমিকা অনেক। তাই পণ্যের প্রচারের উদ্দেশ্যেও এ ধরনের নাটক-সিনেমায় বিজ্ঞাপন দেওয়া যাবে না। কেননা সেখানে বিজ্ঞাপন দেওয়ার দ্বারা তাদের কাজে একধরনের সহযোগিতা করা হয়। কারণ তাদের আয়ের একটি বড় উৎস হচ্ছে বিজ্ঞাপন। সুতরাং তাতে বিজ্ঞাপন দেওয়ার অর্থ হল, অন্যায় ও হারাম কাজে সহযোগিতা করা। আর কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ .

আর তোমরা নেকী ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা কর। গুনাহ ও সীমালঙ্ঘণের কাজে একে-অপরকে সহযোগিতা করো না। [সূরা মায়েদা (৫) : ২]

-আহকামুল কুরআন, জাস্সাস ২/৩০৩, ৩/৩০৮; জাওয়াহিরুল ফিকহ ২/৪৫০

Read more Question/Answer of this issue