Zilhajj 1444 || July 2023

রফীকুল বারী - মনোহরগঞ্জ, কুমিল্লা

৬২০২. Question

আমাদের মহল্লার মসজিদটি ছিল দীর্ঘদিন পূর্বের একটি টিনের ভবন। কিছুদিন পূর্বে আমরা ওই ভবনটি ভেঙে সেখানে একটি পাকা ভবন নির্মাণ করি। পুরোনো মসজিদ সংলগ্ন পশ্চিম পাশের জমিটি খরিদ করে নতুন মসজিদটি কিছুটা পশ্চিমদিকে সরিয়ে নির্মাণ করা হয়। এতে পুরোনো মসজিদের কিছু জায়গা এখন খালি পড়ে আছে। আমরা পুরোনো মসজিদের ওই খালি জায়গায় মসজিদের ওযুখানা বানাতে চাচ্ছি।

মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, পুরোনো মসজিদের ওই খালি জায়গায় আমরা ওযুখানা বানাতে পারব কি? এ ব্যাপারে আমরা শরয়ী সমাধান কামনা করছি।

Answer

মসজিদের জন্য নিধার্রিত স্থান মসজিদ হিসেবে ব্যবহার হলে তা স্থায়ীভাবে মসজিদের হুকুমে হয়ে যায়। ফলে ওই স্থান পরবর্তীতে মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের জন্য করণীয় ছিল, পুরোনো মসজিদের সম্পূর্ণ জায়গাকে নতুন মসজিদের মধ্যে অন্তভুর্ক্ত করে নেওয়া। কিন্তু যেহেতু আপনারা এমনটি না করে পুরোনো মসজিদের কিছু জায়গা খালি রেখে দিয়েছেন তাই এখন আপনাদের কর্তব্য হল, উক্ত খালি জায়গাটিকে মসজিদের বারান্দা বানিয়ে মসজিদের অন্তভুর্ক্ত করে নেওয়া।

ওই খালি জায়গাটিকে মসজিদ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা, যেমন ওযুখানা ইত্যাদি বানানো জায়েয হবে না।

-আলমাবসূত, সারাখসী ১২/৪২; আলহাবিল কুদসী ১/৫৪৮; আলবাহরুর রায়েক ৫/২৫১; বাদায়েউস সানায়ে ৫/২৩০; ফাতহুল কাদীর ৫/৪৪৬; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৮

Read more Question/Answer of this issue