Zilhajj 1444 || July 2023

রফিক মজুমদার - গৌরনদী, বরিশাল

৬২০১. Question

আমরা তিন ভাই দুই বোন। আমাদের ১২ বিঘা জমি আছে। আমাদের কোনো জমিই এখনো ভাগ করা হয়নি। সব সম্পত্তিই এজমালি অবস্থায় আছে। কিছুদিন পূর্বে আমি আমাদের একটি ১২ কাঠার জমি মসজিদের জন্য ওয়াকফ করি। আমার বাকি দুই ভাই বিদেশে থাকায় এবং বোনদের বিবাহ হয়ে যাওয়ায় তখন আর আমি তাদেরকে এ বিষয়ে কিছু জানাইনি। আমার নিয়ত ছিল যে, যখন সম্পত্তি ভাগ হবে তখন আমি ১২ কাঠা জমি কম নেব, তাহলে আর কারো কোনো আপত্তি থাকবে না। এটা ভেবেই আমি ঐ ১২ কাঠা জমি ওয়াকফ করেছি।

আমার জানার বিষয় হল, এজমালি জমি থেকে ১২ কাঠা জমি মসজিদের জন্য ওয়াকফ করা আমার জন্য বৈধ হয়েছে কি? বিষয়টির সমাধান জানিয়ে বাধিত করবেন।

 

Answer

এজমালি জমি বণ্টনের পূর্বে কোনো শরীকের জন্য তা ওয়াকফ করা সহীহ নয়। ওয়াকফ করলেও তা সম্পন্ন হয় না। সুতরাং শরীকানা জমি বণ্টন হওয়ার আগে তা মসজিদের জন্য ওয়াকফ করা বৈধ হয়নি।

অতএব উক্ত দান যদি বলবৎ রাখতে চান তাহলে ভাই-বোনদের সাথে বণ্টননামা করে নিলে তা মসজিদের জন্য ওয়াকফ করতে পারবেন।

-আলমাবসূত, সারাখসী ১২/৩৭; মুখতারাতুন নাওয়াযেল ৩/২০৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৯১; তাবয়ীনুল হাকায়েক ৪/২৬৩; ফাতহুল কাদীর ৫/৪২৬; রদ্দুল মুহতার ৪/৩৬২

Read more Question/Answer of this issue