মোছাম্মাত তাফরিহা - গাবতলি, ঢাকা
৬২০০. Question
আমার স্বামী দীর্ঘদিন যাবৎ এক রোগে আক্রান্ত ছিল। অনেক চিকিৎসার পরেও সুস্থ হচ্ছিল না। তাই আমি মান্নত করেছিলাম, আমার স্বামী সুস্থ হলে ১০ দিন রোযা রাখব। কিন্তু তার পরেও সুস্থ না হওয়ায় মনে মনে ভাবলাম যে, হয়তোবা মান্নতের রোযাগুলো রাখা শুরু করলে সুস্থ হয়ে যাবে। একপর্যায়ে মান্নতের ১০ টি রোযা সবগুলো রেখে ফেলি। এরপর আমার স্বামী সুস্থ হয়ে যায়।
প্রশ্ন হল, এখন আমাকে ঐ মান্নতের রোযাগুলো কি আবার রাখতে হবে? দয়া করে জানাবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু স্বামী সুস্থ হলে রোযা রাখার মান্নত করেছেন তাই তিনি সুস্থ হওয়ার পরই মান্নতের ১০ টি রোযা রাখতে হবে। সুস্থ হওয়ার আগে যে রোযাগুলো রেখেছেন তা দ্বারা আপনার মান্নতের রোযা আদায় হবে না; বরং তা নফল রোযা হিসেবে গণ্য হবে। তাই মান্নত পূরণার্থে আপনাকে পুনরায় দশটি রোযা রাখতে হবে।
-বাদায়েউস সানায়ে ৪/২৪৫; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৭০৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৮১