মুহাম্মাদ এনামুল হক চৌধুরী - কোর্টপাড়া, মেহেরপুর
৬১৯৭. Question
আমি শুনেছি, অসহায় ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করলেও যাকাত আদায় হয়। গত মাসে আমার দরিদ্র এক চাচাতো ভাই কিছু ঋণ রেখে মারা যান। তার সেই ঋণ যদি আমি আমার যাকাতের টাকা দিয়ে পরিশোধ করি, তাহলে কি আমার যাকাত সঠিকভাবে আদায় হবে?
Answer
যাকাতের টাকা দিয়ে জীবিত দরিদ্র ব্যক্তির অনুমতি নিয়ে তার ঋণ আদায় করা যায়। কিন্তু মৃত ব্যক্তির ঋণ যাকাতের টাকা দিয়ে আদায় করলে যাকাত আদায় হয় না।
সুতরাং আপনার মৃত ভাইয়ের ঋণ যাকাতের টাকা দিয়ে পরিশোধ করলে আপনার যাকাত আদায় হবে না; বরং তার ঋণ পরিশোধ করতে চাইলে সাধারণ নফল সদকা থেকে আদায় করতে হবে। অথবা যাকাত গ্রহণের যোগ্য কোনো (দরিদ্র) ব্যক্তি নিজের জন্য যাকাত গ্রহণ করে সেই টাকা দিয়ে সে মৃতের ঋণ পরিশোধ করে দিতে পারে।
-বাদায়েউস সানায়ে ২/১৪৩; ফাতাওয়া খানিয়া ১/২৬৮; আলমুহীতুর রাযাবী ১/৫৫২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; তাবয়ীনুল হাকায়েক ২/১২০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮