Zilhajj 1444 || July 2023

মুহাম্মাদ সাইফুল ইসলাম - কুমারখালী, কুষ্টিয়া

৬১৯৫. Question

পবিত্র রমযান মাসে আমি বিতির নামায জামাত সহকারে আদায় করে থাকি। বিতিরের তৃতীয় রাকাতে কখনো কখনো আমার দুআ কুনূত শেষ হওয়ার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান। মুহতারাম হুযুরের নিকট জানতে চাই, দুআ কুনূত শেষ হওয়ার আগেই ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদীর করণীয় কী?

Answer

মুক্তাদীর দুআ কুনূত শেষ হওয়ার আগেই যদি ইমাম রুকুতে চলে যায় তাহলে মুক্তাদীও ইমামের অনুসরণে রুকুতে চলে যাবে। কেননা দুআয়ে কুনূত পড়া ওয়াজিব হলেও প্রসিদ্ধ দুআয়ে কুনূতনটি শেষ পর্যন্ত পড়া ওয়াজিব নয়। বরং এর আংশিক পড়া হয়ে গেলেও ওয়াজিব আদায় হয়ে যায়; তাই প্রশ্নোক্ত  ক্ষেত্রে দুআ কুনূতের কিছু অংশ পড়া হয়ে গেলে যেহেতু ইমাম রুকুতে চলে গেছে তাই সেও রুকুতে চলে যাবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৮২; রদ্দুল মুহতার ২/২০

Read more Question/Answer of this issue