Zilhajj 1444 || July 2023

ফারহানা ইয়াসমীন - দৌলতকান্দি, নরসিংদী

৬১৯৪. Question

গত শুক্রবার রাতে চার রাকাত নফলের নিয়তে নামায শুরু করি। প্রথম রাকাত পড়ে যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াই তখন আমার শিশুবাচ্চা কান্না শুরু করে। এজন্য তাড়াতাড়ি দ্বিতীয় রাকাত শেষ করেই সালাম ফেরাই।

মুহতারামের নিকট প্রশ্ন হল, এমতাবস্থায় আমার উক্ত নামাযের কী হুকুম? তা কি পুনরায় পড়তে হবে?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত নফল নামাযে যেহেতু দুই রাকাত পূর্ণ করে সালাম ফিরিয়েছেন তাই আপনার দুই রাকাত নফল নামায সহীহ হয়েছে। এক্ষেত্রে চার রাকাতের নিয়ত করা হলেও বাকি দুই রাকাত পূর্ণ করা জরুরি নয়।

-মুখতারাতুন নাওয়াযিল ১/৩৪৩; আলমুহীতুল বুরহানী ২/২২০; আননাহরুল ফায়েক ১/৩০১; হালবাতুল মুজাল্লী ২/৩৪৫; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৯০

Read more Question/Answer of this issue