মুমাজ্জাদ হুসাইন - মুক্তাগাছা, মোমেনশাহী
৬১৯৩. Question
গত ঈদুল আযহার নামাযে আমি মাসবুক হই। ইমামের সাথে নামাযের দ্বিতীয় রাকাতে শরীক হই। এরপর যখন বাকি এক রাকাত পড়ার জন্য দাঁড়াই তখন কেরাতের আগে অতিরিক্ত তাকবীরগুলো আদায় করি। এরপর কেরাত পড়ে বাকি নামায পূর্ণ করি। আমার পাশে একজন মাদরাসার ছাত্র ছিল। নামাযের পর সে আমাকে বলল, আপনি যে রাকাতটি একা পড়েছেন সে রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো কেরাতের পর বলা উচিত ছিল। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক? অথচ আমি যে রাকাতে ইমামকে পেয়েছি সে রাকাতেও কেরাতের পর অতিরিক্ত তাকবীরগুলো বলেছি?
Answer
হাঁ, সে ছাত্র ঠিকই বলেছে। ঈদের নামাযে প্রথম রাকাত না পেলে তা আদায় করার সময় মাসবুকের অতিরিক্ত তাকবীরগুলো কেরাতের পর বলাই নিয়ম। অর্থাৎ মাসবুক ব্যক্তি এ রাকাতেও দ্বিতীয় রাকাতের মতো কেরাতের পর অতিরিক্ত তাকবীরগুলো বলবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে তাকবীরগুলো কেরাতের আগে বলা নিয়ম সম্মত হয়নি। তবে তা নিয়মসম্মত না হলেও এর দ্বারা ওয়াজিব আদায় হয়ে গেছে এবং নামাযও আদায় হয়ে গেছে।
-কিতাবুল আছল ১/৩২২; আলহাবিল কুদসী ১/২৪৪; বাদায়েউস সানায়ে ১/৬২৩; হালবাতুল মুজাল্লী ২/৫৫০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৯১