Zilhajj 1444 || July 2023

মাহমুদা খাতুন - নেত্রকোণা

৬১৯২. Question

আমি নিয়মিত আমার ছেলের কাছ থেকে কুরআন তিলাওয়াত শুনি। একদিন সে একটি সিজদার আয়াত পড়ে। ঘটনাক্রমে আমি সেদিন হায়েয অবস্থায় ছিলাম। জানার বিষয় হল, আমার উপর কি এ কারণে সিজদায়ে তিলাওয়াত আদায় করা আবশ্যক?

Answer

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে সিজদায়ে তিলাওয়াত করতে হবে না। কেননা, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। তাবেয়ী আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

إذَا سَمِعَتِ الْحَائِضُ السَّجْدَةَ فَلاَ تَسْجُدْ، هِيَ تَدَعُ أَوْجَبَ مِنْ ذَلِكَ.

হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে তাকে সিজদা দিতে হবে না। সে তো এর চেয়ে গুরুত্বপূর্ণ বিধানও (অর্থাৎ নামায) আদায় করছে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৫০)

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৭; কিতাবুল আছল ১/২৭২; মুখতারাতুন নাওয়াযেল ১/৩৬৩; আলমুহীতুর রাযাবী ১/৪২৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৬৬; আদ্দুররুল মুখতার ২/১০৭

Read more Question/Answer of this issue