জাওয়াদ হুসাইন - চট্টগ্রাম
৬১৯১. Question
আমার কখনো মেসওয়াক না থাকলে ওযু করার সময় আঙ্গুল দিয়েই দাঁত মাজি। জানার বিষয় হল, এ অবস্থায় আঙ্গুল দিয়ে দাঁত মাজার দ্বারা মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে কি?
Answer
ওযুর সময় কখনও যদি মেসওয়াক সাথে না থাকে সেক্ষেত্রে আঙ্গুল দিয়ে ভালোভাবে দাঁত মাজার দ্বারা মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে মেসওয়াক যেহেতু মূল সুন্নত, তাই মেসওয়াক ব্যবহারের প্রতি যত্নবান হতে হবে। নিয়মিত আঙ্গুল দ্বারা দাঁত মাজলে মেসওয়াকের সুন্নত আদায় হবে না।
-আলমুহীতুল বুরহানী ১/১৭৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩৫; ফাতহুল কাদীর ১/২২; আলবাহরুর রায়েক ১/২১; মারাকিল ফালাহ, পৃ. ৩৮; আদ্দুররুল মুখতার ১/১১৫